খুনিদের গ্রেপ্তার দাবিতে চুয়াডাঙ্গা থানা ঘেরাও করে বিক্ষোভ

চুয়াডাঙ্গা শহরে হানিফ রহমান ভুলুর খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ রোববার দুপুরে শহরের মাস্টারপাড়া এলাকা থেকে কয়েকশ নারী, পুরুষ ও শিশু বিক্ষোভ মিছিল করে চুয়াডাঙ্গা সদর থানায় অবস্থান নেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের আশ্বাসে বিক্ষোভকারীরা ফিরে যায়।
গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে সন্ত্রাসীরা ভুলুকে কুপিয়ে হত্যা করে। এ সময় ভুলুর বন্ধু আকাশকে জখম করা হয়। নিহত ভুলুর মরদেহ ময়নাতদন্ত শেষে আজ বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ভুলুর মা সাবিহা খাতুন চুয়াডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন। আর আহত আকাশের মা বিবি খাতুন আরেকটি মামলা করেছেন।
এদিকে শনিবার হত্যাকাণ্ডের ঘণ্টাখানেকের মধ্যে স্থানীয় একটি আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে তিন যুবককে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ধারালো অস্ত্র।
আটক তিনজন হলেন ইমরান, সোহেল রানা ও শাকিল আহমেদ। তাঁদের এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।