দলগুলোর মধ্যে আস্থা গড়ার আহ্বান ডেনমার্কের

চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ডেনমার্ক।
আজ বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী মগেন্স জেনসেন। পরে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম ও ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খালেদা জিয়ার সাথে আলোচনা করেন ডেনমার্কের মন্ত্রী। বাংলাদেশের সাথে ডেনমার্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মগেন্স জেনসেন।
গত মঙ্গলবার ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মগেন্স জেনসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তিনদিনের সফরে বাংলাদেশে আসে। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন মগেন্স। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে সবাই উদ্বিগ্ন জানিয়ে মগেন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, অর্থনীতির স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনার ভিত্তিতে দ্রুত এ পরিস্থিতির উন্নতি হবে।’