বেগম জিয়া পালাননি, দেশেই আছেন : আমান উল্লাহ আমান

বেগম খালেদা জিয়া পালাননি, তিনি এখন সুস্থ হয়ে দেশেই রয়েছেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার মনোহরিয়া এলাকায় বিএনপির কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আমান উল্লাহ আমান।
আমান উল্লাহ আমান বলেন, আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে—মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। ইনশা আল্লাহ এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে ব্যারিস্টারকে নির্বাচিত করবেন। দেশের মানুষ ওদের (আওয়ামী লীগ) আর নির্বাচন করতে দেবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, বিএনপিনেতা গোলাম মাওলা শাহিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মো. শামীম হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।
দীর্ঘ ২৩ বছর পর তারানগর ইউনিয়নের মনোহরিয়াতে বিএনপি তাদের কার্যালয় উদ্বোধন করেছে আজ। কার্যালয় উদ্বোধন উপলক্ষে এলাকার নেতাকর্মীরা সকাল থেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সব জুলাই শহীদের স্মরণে দোয়া করা হয়।