মোরেলগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে জান্নাতি আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বারইখালী গ্রামের একটি খাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সেলিনা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় লোকজন জানায়, নিহত জান্নাতি বারইখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জালাল শেখের মেয়ে। সে স্থানীয় মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। গত রোববার রাত ১০টার দিকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে জান্নাতি নিখোঁজ হয়। রাতেই বিষয়টি পুলিশকে জানান স্বজনরা।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, শিশুটিকে অপহরণ করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ৩টা পর্যন্ত পুলিশ ও জান্নাতির স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। নিখোঁজের ১২ ঘণ্টা পর আজ সকালে মাহফিলস্থলের মাঠের পাশের খাল সংলগ্ন ঝোঁপের কাছে স্থানীয় লোকজন জান্নাতির মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে স্বজনদের কেউ পরিকল্পিতভাবে ধরে নিয়ে হত্যা করতে পারে বলে জান্নাতির বাবা জালাল শেখ অভিযোগ করেছেন।
এদিকে জান্নাতি হত্যার ঘটনায় সেলিনা বেগম নামের এক নারীকে পুলিশ আটক করেছে। সেলিনা জান্নাতির দূর সম্পর্কের আত্মীয়। জান্নাতির লাশ পাওয়ার খবরের পর ওই নারী পালিয়ে যাওয়ার সময় বাসস্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।