ভূমি কমিশনারকে লাঞ্ছিত করার পর অপসারণ দাবি

মাদারীপুরের কালকিনি উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) লাঞ্ছিত করেছেন যুবলীগের এক নেতা। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ ভবনে পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
লাঞ্ছিত করার পর উপজেলা চেয়ারম্যানের লোকজন ভূমি কমিশনারের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা মিছিল করছিল।
মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস জানান, আজ সন্ধ্যায় কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন ওএমএস ডিলার নিয়োগ সংক্রান্ত একটি কাজ নিয়ে কালকিনির সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামানের কাছে যান। এ সময় চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত কাগজ গত ১০ ফেব্রুয়ারি তারিখ দিয়ে অনুমোদন করতে বলেন। এসিল্যান্ড মো. সাইদুজ্জামান অনুমোদন করতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যানের সঙ্গে থাকা কালকিনি উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম একপর্যায়ে এসিল্যান্ডকে লাঞ্ছিত করেন।
গত ১০ ফেব্রুয়ারি থেকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় সহকারী ভূমি কমিশনার মো. সাইদুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লাঞ্ছিত করার পর উপজেলা চেয়ারম্যানের লোকজন সহকারী ভূমি কমিশনারের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানে লোকজন এখনো বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে।
বিক্ষোভকারীরা দাবি করেন, অফিসার্স ক্লাবে খেলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন সাঈদুজ্জামান খান। এ সময় উপস্থিত আওয়ামী লীগের কয়েকজন নেতা এর প্রতিবাদ জানান এবং তা আস্তে আস্তে জনতার মধ্যে ছড়িয়ে যায়। এতে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকসহ লোকজনের মধ্যে জনরোষের সৃষ্টি হলে তারা কটূক্তিকারীর অপসারণের দাবিতে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আর সমাবেশ শেষে অগ্নিসংযোগ করে কালকিনি-ভূরঘাটা সড়ক অবরোধ করে রাখেন।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের সঙ্গে যোগাযোগ করতে তাঁর মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ধরেননি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। এখনো কোনো মামলা হয়নি।’