মংলায় স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ওপর হামলা

মংলার চিলা ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের হামলায় বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীর পাঁচজন সমর্থক গুরুতর আহত হয়েছে। হামলাকারীরা মারধরের পর দোকানপাটসহ বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানায়, চিলা ইউপির বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম রাসেল আসন্ন নির্বাচনেও প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী আকবর হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন। বর্তমান চেয়ারম্যান রাসেলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আকবর হোসেন তাঁর লোকজন দিয়ে রাসেলের সমর্থকদের মারধরসহ নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। রাসেলের পক্ষে ভোট চাওয়ার কারণে তাঁর সমর্থক নাজমুল হাওলাদারকে (৩০) আজ বিকেলে চিলার তেলিখালী এলাকায় হাত-পা বেঁধে বেদম মারধর করেন আকবরের সমর্থকরা। ঘটনাস্থল থেকে আহত নাজমুলকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে আকবরের লোকজন রাসেলের চার সমর্থক ইসমাইল, কুদ্দুস, শহিদ ও জাহাঙ্গীরকে মারধর করে আহত করে।
চিলা ইউপির বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম রাসেল অভিযোগ করে বলেন, আকবর গাজীর লোকজন তাঁর সমর্থকদের প্রতিনিয়ত মারধর করছে। এ পর্যন্ত তাঁর পাঁচজন সমর্থককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। তাঁর পোস্টার ছিড়ে ফেলাসহ প্রচারের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, কর্মী সমর্থকদের প্রচারে বাধা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।
এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী আকবর হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘বুঝেন তো আমি নৌকা প্রতীক পাইছি। নির্বাচনে এ রকম তো টুকটাক হয়।’