বিয়ের আসরে মেয়েকে অপহরণের চেষ্টা, বাবাকে হত্যা

নারায়ণগঞ্জে বিয়ের আসর থেকে মেয়েকে অপহরণের সময় বাধা দেওয়ায় তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে পাগলা এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, পাগলার নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরিকে তুহিন নামের এক যুবক উত্ত্যক্ত করত। গত রাতে পারিবারিকভাবে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। বিয়ে চলাকালে একটি মাইক্রোবাস নিয়ে তুহিনের নেতৃত্বে ১২ দুবৃত্ত বিয়ে বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বিয়ের মণ্ডপ থেকে ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কিশোরীর বাবা মণীন্দ্র পাল বাধা দিলে তাঁকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তুহিনসহ পাঁচজন পালিয়ে গেলেও সাত দুর্বৃত্তকে এলাকাবাসী ধরে ফেলে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
তুহিনসহ জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি। নিহত মণীন্দ্রর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।