গোপালগঞ্জে শেখ সেলিম
সরকার নির্বাচনে কারচুপিতে বিশ্বাস করে না
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি হেরে গেলে বলে নির্বাচনে কারচুপি হয়েছে, আর জিতে গেলে নিশ্চুপ থাকে। বর্তমান সরকার নির্বাচনে কারচুপিতে বিশ্বাস করে না।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত শামীমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, বিএনপি পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে যে অপকর্ম করেছে, তাতে তাদের প্রার্থীরা কীভাবে নির্বাচনে দাঁড়াবে?
বক্তব্য শেষে শেখ সেলিম ১০ কৃতী ছাত্রীর মধ্যে দুই হাজার টাকা করে ২০ হাজার টাকার বৃত্তি দেন। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।