কেরানীগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেরানীগঞ্জের জিনজিরায় আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ।
কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহম্মেদ শাহিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকার ডিসি সালাহ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে প্রার্থী ও ভোটারদের অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। এই নির্বাচন সুষ্ঠু করতে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় কেরানীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, সদ্য ও মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।