বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
সেখানে ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান তিনি। পরে এখান থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন।
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। ১১টার দিকে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
টুঙ্গীপাড়ায় সকাল সাড়ে ১০টা থেকে বেলার সাড়ে ১২টা পর্যন্ত শিশু সমাবেশ আয়োজন করা হয়েছে। এখানে অংশ নেবেন তিনি। এ ছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বিকেল পৌনে ৪টায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ৫৫ বছর বয়সে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি।