দিনাজপুরে কলেজ মাঠ থেকে সার্কিট বোমা উদ্ধার

দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে গতকাল সকালে একটি শক্তিশালী সার্কিট বোমা উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামান জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় স্কুলের একজন শিক্ষক সার্কিট বোমাটি দেখতে পেয়ে কোতোয়ালি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরো জানায়, বোমাটি বোমা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর নিষ্ক্রিয় করা হবে।