শ্যালা নদীতে জাহাজডুবি : শুরু হয়নি উদ্ধার কাজ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শ্যালা নদীতে এবার কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ রোববার সকালে মংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ শুরু হয়নি।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা কাজী মতিউর রহমান জানান, চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ১২০০ মেট্টিক টন কয়লাবাহী কার্গো জাহাজ এমভি সি-হর্স যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয়। শনিবার বিকেলে জাহাজটি সুন্দরবনের শ্যালা নদীর তাম্বুলবুনিয়া এলাকায় পৌঁছালে ডুবো চরে আটকে যায়। এর ফলে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা ১৪ জন স্টাফ সাঁতরে পাড়ে উঠে যায়। এখনো পর্যন্ত ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে কাজ শুরু হয়নি।
সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিষয়ে মামলা ও তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে বনবিভাগ।
কাজী মতিউর রহমানের কাছে কয়লাবাহী জাহাজটির মালিকের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানাতে পারেননি।
এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী একটি জাহাজ অপর একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় নদীতে তেল ছড়িয়ে পড়ে। পরিবেশ বিজ্ঞানীদের অভিযোগ, সেই ঘটনায় সুন্দরবনের প্রতিবেশ ও জীববৈচিত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর শ্যালা নদী দিয়ে মালবাহী জাহাজ বন্ধের দাবি উঠে।