‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থীর ওপর আ.লীগের হামলা

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী আফজাল হোসেনের ওপর হামলা করেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর কর্মীরা। এ ঘটনায় একটি কেন্দ্রে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিটি কিন্ডারগার্টেন কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী আফজাল হোসেনসহ পাঁচজন আহত হন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও একটি ফাঁকা গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মেয়র পদপ্রার্থী আফজাল হোসেন ওই কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় তিনি পিস্তল বের করেছেন- এমন গুজব ছড়িয় পড়লে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী লিয়াকত আলী তালুকদারের সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়।
এ সময় আফজালসহ তাঁর চার কর্মীকে মারধর করা হয়। পুলিশ আহত আফজাল হোসেনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।
পরে পুলিশ, র্যাব ও বিজিবি এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
পরে সকাল সাড়ে ১০টায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মিজানুর রহমান জানিয়েছেন।