৭৩টি ইউপি নির্বাচনের জন্য প্রস্তুত বাগেরহাট

বাগেরহাট জেলার ৭৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ১৫ হাজার ৩৭৩ জন সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। এ ছাড়া ৫০ জন ম্যাজিস্ট্রেট থাকবেন।
আজ সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা নিজামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় মোট ভোটার সংখ্যা নয় লাখ ৬৭ হাজার ২৪৫। এর মধ্যে পুরুষ ভোটার চার লাখ ৮৩ হাজার ৪৩০। নারী ভোটার চার লাখ ৮৩ হাজার ৮১৫। মোট কেন্দ্রের সংখ্যা ৬৬৯। ভোটকক্ষ তিন হাজার ২৪। এই নির্বাচন কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে ৪৫০টি কেন্দ্রকে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ২৮ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড ছয় প্লাটুন, র্যাব তিন প্লাটুন, পুলিশ ও আনসার সদস্য ১৪ হাজার ৬৩৩ জন নিয়োজিত থাকবেন। এ ছাড়া জেলায় এডিসি পদমর্যাদার কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৪১ জন ও নয়জন বিচারিক হাকিম নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।
বাগেরহাটে এবারের ইউপি নির্বাচনে ৩৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনে চয়জন ও সাধারণ ওয়ার্ডে ৩৫ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। একই সঙ্গে সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ ওয়ার্ডের সদস্যরাও আওয়ামী লীগের সমর্থক। এ ছাড়া ১৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনে ২১৩ জন ও সাধারণ ওয়ার্ডে ৬২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।