নারায়ণগঞ্জে পাঁচ আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সোনারগাঁওয়ের কাঁচপুর ও রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় আলাদা অভিযানে পাঁচ আন্তজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, রাত্রিকালীন নিরাপত্তা ডিউটি দেওয়ার সময় রাত আড়াইটায় খবর আসে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় যানবাহনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন খবরে সহকারী পুলিশ সুপার (এএসপি) সরাফউদ্দিনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্রসহ রুবেল (২১) নামে এক ডাকাতকে ধরে ফেলে।
এরপর রূপগঞ্জ থেকে ফেরার পথে কাঁচপুর সেতুর পাশে সিমেন্টবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা পুলিশের সামনে পড়ে। পুলিশ সেখান থেকে চার ডাকাতকে আটক করে। আটককৃতরা হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানার মনির (৩৫), কুমিল্লার দাউদকান্দির মো. আলম (৩৪), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সবুজ (৩০) এবং কুমিল্লার দেবীদ্বারের জাহাঙ্গীর আলম (৪৩)।