ঝালকাঠিতে ইউপি নির্বাচনে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। ইউনিয়নের কালিয়ান্ধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর কর্মীদের হামলায় আবুল কাশেম সিকদার নামের এক ব্যক্তি নিহত হন।
গতকাল বুধবার দুপুরে নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন সোহাগ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। আবুল কাশেম সিকদার ইউপি সদস্য প্রার্থী চুন্নু সিকাদারের ভাই।
ঝালকাঠি থানার ওসি মাহে আলম বলেন, নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় প্রতিপক্ষ সজীব হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
নিহত আবুল কাশেম সিকদারের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার বেলা ২টার দিকে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কালিয়ান্ধার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী সজীব হোসেনের সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী চুন্নু সিকদারের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে চুন্নু সিকদারের ভাই আবুল কাশেম সিকদার নিহত হন। এ সময় আরো পাঁচজন আহত হন।