যশোরে বিএনপি নেতার লাশ নিয়ে মিছিল

যশোরে বিএনপি নেতা ফেরদৌস হোসেনের লাশ নিয়ে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে মিছিলটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শুরু হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু। সমাবেশ শেষে লাশ নিয়ে যাওয়া হয় নিহতের বাড়ি সদর উপজেলার বিরামপুরে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফেরদৌসের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
বিএনপি নেতা খুনের ঘটনায় আজ দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে গেছে।
গতকাল বুধবার রাত সাড় ৯টার দিকে যশোর শহরের লোহাপট্টিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।