নির্বাচনে বিদ্রোহীদের মদদদাতাদের তালিকা তৈরি হচ্ছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চলমান ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা দলের সংসদ সদস্য এবং নেতাদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন তাঁরা সেটা টের না পেলেও আগামী নির্বাচনে তাঁদের মনোনয়ন দেওয়া হবে না।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও নির্বাচনের পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য সতর্ক দৃষ্টি রাখা হবে।’
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্টের অভিযান চলার সময় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি দেশে কাউন্সিল করার পর পাঁচদিন পেরিয়ে গেলেও তারা এখনো কমিটি গঠন করতে পারেনি। কমিটি তৈরির জন্য তারা চাতকের মতো লন্ডনের দিকে তাকিয়ে আছে। এত দুর্বল দল নিয়ে কীভাবে তারা দেশ চালানোর স্বপ্ন দেখে?
অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট অভিযানে মন্ত্রীর উপস্থিতিতে ১৬টি যানবাহনকে জরিমানা করা হয়। মন্ত্রীর পরিদর্শনের সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেনসহ বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।