মতিঝিল থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালসড়ক হবে

ঢাকা মহানগরীর যানজট নিরসনে নটরডেম কলেজের সামনে থেকে কোরানীগঞ্জের কদমতলী পর্যন্ত একটি উড়ালসড়ক নির্মাণ করা হবে। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে উড়ালসড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ বুধবার রাজধানীর নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অষ্টম বোর্ড সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাত রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত দুই কিলোমিটার অংশ আগামী ৩০ মার্চ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ ছাড়া ফ্লাইওভারের বাংলামোটর থেকে রাজারবাগ পর্যন্ত এবং আবুল হোটেল থেকে শান্তিনগর পর্যন্ত অংশের কাজ চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ডা. এনামুর রহমান ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের সূচনা করবেন।
মন্ত্রী আরো জানান, নগরবাসীর সুবিধার্থে ও যানজট নিরসনে আরো দুটি মেট্রোরেল নির্মাণের প্রস্তুতি শুরু করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরই মধ্যে মেট্রোরেল রুট-১ ও রুট-৫ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে গত ১০ মার্চ মিনিটস্ অব ডিসকাসন বা এমওডি সই করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, রাজধানীর উত্তরা থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের ডিপো নির্মাণসহ আনুষঙ্গিক কাজের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে আগামী ২৭ মার্চ। এর মধ্য দিয়ে দেশের যোগাযোগ খাতে আরো একটি স্বপ্নের বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে।
সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসনসহ ডিটিসিএ পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।