সরিষাবাড়িতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল

ব্যবসায়ীদের ওপর হামলাকারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুরের জগন্নাথগঞ্জ ঘাট এলাকার ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সরিষাবাড়ি উপজেলার জগন্নাথগঞ্জঘাট এলাকায় স্থানীয় বণিক সমিতির ডাকে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা বলেন, চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার ব্যবসায়ীরা।
চাঁদা না দেওয়ায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহীন ও লিমনের নেতৃত্বে সন্ত্রাসীরা গত সোমবার ব্যবসায়ী আবদুল মজিদ ও আল আমীনকে কুপিয়ে আহত করে। এই দুই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অবিলম্বে ওই চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে জানান।