পরিদর্শন শেষে সুন্দরবন ছেড়েছে ইউনেসকোর প্রতিনিধিদল

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার, কয়লা ও সারবোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনাস্থল এবং রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান পরিদর্শন শেষ করেছে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেসকোর প্রতিনিধিদল।
আজ শুক্রবার সন্ধ্যায় প্রতিনিধিদলের সদস্যরা বাগেরহাটের মংলায় পৌঁছেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনেসকোর প্রতিনিধি ফনী এডলফিন ডবার। তাঁর সঙ্গে ছিলেন আইইউসিএনের প্রতিনিধি মিজোকি নুবাই ও নওমি ক্লারেডফ।
সুন্দরবন কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, তাতে কোনো ত্রুটি আছে কি না, তা পর্যক্ষেণের জন্যই বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলটি গত ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সুন্দরবন পরিদর্শন করে।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা ট্যাংকার, কয়লা ও সারবোঝাই কার্গোডুবিতে সুন্দরবনের জীববৈচিত্র্য, ইকোসিস্টেম ও বায়োডাইভারসিটির ওপর কী কী প্রভাব পড়েছে সে বিষয়ে কাজ করেছেন।
প্রতিনিধিদলের সদস্যদের আগামী ২৮ মার্চ পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বৈঠক করার কথা রয়েছে। বৈঠক শেষে তারা প্যারিসে ফিরে সুন্দরবন পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন সরকারের কাছে পাঠাবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মো. তহিদুল ইসলাম।
তিনদিনের সুন্দরবন পরিদর্শনে ইউনেসকো ও আইইউসিএনের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা।