রাষ্ট্রধর্ম নিয়ে বিভিন্ন জেলায় বিক্ষোভ

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। হেফাজতে ইসলাম আজ শুক্রবার এ বিক্ষোভের ডাক দেয়। সংগঠনটির ডাকে সাড়া দিয়ে জুমার নামাজের পর বিভিন্ন ব্যানারে এ বিক্ষোভ সংগঠিত হয়।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
নাসির আহমেদ, গাজীপুর : জুমার নামাজের পর গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ‘সর্বস্তরের তাওহিদী জনতা’ গাজীপুর মহানগরের উদ্যোগে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাওলানা মুফতি তরিকুল ইসলাম, মুফতি ইসাদুল্লাহ কাসেমী, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।
এ ছাড়া একই সময়ে টঙ্গীতে ‘তাওহিদী জনতা’ ব্যানারে বিভিন্ন মসজিদ থেকে মহাসড়কে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ভজন দাস, নেত্রকোনা : জুমার নামাজের পর খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখার ব্যানারে শহরের বড় বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের বারহাট্টা রোডের মিফতাউল উলুম মাদ্রাসার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ : রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে জুমা নামাজের পর পরই ঐতিহাসিক শহিদী মসজিদ প্রাঙ্গণ থেকে পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার শাহর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে শহিদী মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মাওলানা আনোয়ার শাহ রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবি কোনো রাজনৈতিক বিষয় নয় উল্লেখ করে দল-মত নির্বিশেষে সব ধর্মপ্রাণ মুসলমানকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
জেলা শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে বিপুলসংখ্যক মুসল্লি মিছিল ও সমাবেশের কর্মসূচিতে অংশ নেয়।
সঞ্জিব দাস, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। বাদ জুমা নগরকান্দার বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ডসহ খণ্ড খণ্ড মিছিল সহকারে নগরকান্দা বাজার মসজিদ চত্বরে এসে জড়ো হয় হাজার হাজার জনতা।
নগরকান্দা উপজেলা হেফাজতে ইসলামের আমির মুফতি ইসমাতুল্লাহ কাসেমীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদিনাতুল উলুম মাদ্রাসার সামনের সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন মাওলানা মুফতি এসমাতুল্লাহ কাসেমী, নগরকান্দা বাজার মসজিদের ইমাম মুফতি আছাদুজ্জামান আছাদ, নগরকান্দা কাশেমুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি সাঈদ মাহমুদ, নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি ওয়ালিউল্লাহ, মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে সংবিধানে রাষ্ট্রধর্ম বহাল রাখার দাবি জানান।