আলো জ্বালিয়ে কালরাত্রি স্মরণ

শেরপুরে আলো জ্বালিয়ে ও পতাকা মিছিলের মধ্য দিয়ে একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার শিকার শহীদদের স্মরণ করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ, আলোর মিছিল, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি, আঁচড় অঙ্কন নিকেতন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ তরুণ প্রজন্মের কয়েকটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
রাত ১১টায় শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পতাকা মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে রঘুনাথ বাজার থানা মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে রাত ১২টা ১ মিনিটে শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে আলোক প্রজ্বালন করা হয়।
পতাকা মিছিল ও আলোক প্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরু প্রমুখ।
এদিকে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় স্থানীয় শতাধিক গৃহবধূ রাতে একাত্তরের গণহত্যার শহীদদের স্মরণ করে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে রাস্তায় নেমে মানববন্ধন করেছেন।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি শেরপুর জেলা শাখা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে এদিন সন্ধ্যায় শহরের থানা মোড় থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পর্যন্ত পতাকা হাতে মিছিল করে।