নরসিংদীতে রাজউক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

নরসিংদীর পলাশ উপজেলার দুটি স্থানে ডাকাতি হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা গুরুতর আহত হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৮টা ও ১০টার দিকে পলাশের দড়িহওলা পাড়ার একটি বাড়িতে ও শানের বাড়ি এলাকায় রাস্তায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পলাশ উপজেলা পরিষদের পশ্চিম পাশে দড়িহওলা পাড়া এলাকায় যে বাড়িতে ডাকাতি হয়, সে বাড়ির মালিক মো. বদরুজ্জামান মৃধা। তিনি ঢাকায় রাজউক কার্যালয়ে কর্মরত আছেন।
গৃহকর্ত্রী লিলি বেগম জানান, রাত ৮টার দিকে বাসায় নামাজ পড়ছিলেন তিনি। এ সময় আট-দশজনের একটি ডাকাতদল দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই ডাকাতরা তাঁর চোখ-মুখে বেঁধে অস্ত্র দেখিয়ে জিম্মি করে রাখে। এ সময় ডাকাতরা চার ভরি স্বর্ণালংকার, টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা তিনটি কক্ষের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। পলাশ থানাসংলগ্ন এলাকা হলেও ডাকাতির তিন ঘণ্টা পর ঘটনাস্থলে আসে পলাশ থানার পুলিশ।
এদিকে রাত ১০টায় সানের বাড়ি নামক স্থানে রহমান নামের এক মিল শ্রমিকের পথরোধ করে তাঁকে মারাত্মক জখম করে ডাকাতরা। তার কাছ থেকে মোবাইল ও মিলের বেতনের টাকা ছিনিয়ে নিয়ে যায়। রহমান বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। রহমান পলাশ উপজেলার পারুলিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।
দুটি পৃথক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দড়িহওলা গ্রামের ইব্রাহিম (ইবু) মিয়াকে গ্রেপ্তার করেছে পলাশ থানার পুলিশ।