গায়ক অরিজিৎ সিং এবার পরিচালক, বানাচ্ছেন প্যান–ইন্ডিয়ান সিনেমা

গলায় একের পর এক হিট গান, বলিউডের শ্রোতাপ্রিয় কণ্ঠ—অরিজিৎ সিং। এবার গানের মঞ্চ ছেড়ে পা রাখছেন পরিচালনার জগতে। প্রথমবারের মতো পরিচালনা করতে যাচ্ছেন একটি সর্বভারতীয় (প্যান–ইন্ডিয়া) সিনেমা, যার কাহিনি আবর্তিত হবে এক জঙ্গলকে কেন্দ্র করে গড়ে ওঠা রোমাঞ্চকর অভিযানের গল্প ঘিরে।
সিনেমাটির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি হতে যাচ্ছে উচ্চাভিলাষী এবং ব্যতিক্রমী প্রকল্প। কাহিনি লিখেছেন অরিজিৎ সিং নিজে এবং কোয়েল সিং। প্রযোজনায় রয়েছেন ‘নাগজিলা’ খ্যাত প্রযোজক মহাবীর জৈন।
মহাবীর জৈন চলচ্চিত্র প্রতিষ্ঠান বর্তমানে আরেকটি আলোচিত প্রকল্পে কাজ করছে—‘নাগজিলা’, যেখানে অভিনয় করছেন কার্তিক আরিয়ান এবং প্রযোজনায় আছেন করণ জোহর। সেই প্রতিষ্ঠানই অরিজিৎ–এর পরিচালনায় তৈরি হওয়া এই নতুন জঙ্গল অভিযানধর্মী সিনেমাটির পেছনে রয়েছে।
পরিচালক হিসেবে অরিজিৎ সিংয়ের এই নতুন যাত্রা নিয়ে ইতোমধ্যেই বলিউডে সাড়া পড়েছে। গানের মতোই এবার পর্দার পেছন থেকে গল্প বলার জাদু দেখাতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।