যশোরে কলেজছাত্র খুন

যশোর শহরের রায়পাড়া ইসমাইল কলোনির পাশে আজ রোববার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাসিব তরফদার (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন।
নিহত হাসিব শহরের রেলগেট চোরমারা দিঘি এলাকার আজিম তরফদারের ছেলে। তিনি যশোর সিটি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।
স্থানীয় লোকজন জানায়, একটি ভেসপাতে হাসিব ও তাঁর দুই বন্ধু আজ রাত ৯টার দিকে ওই এলাকায় যান। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা হাসিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, হাসিবকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়।
হাসিবের বাবা আজিম তরফদার বলেন, ঘটনা শুনে হাসপাতালে গিয়ে দেখি ছেলে মারা গেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যে এলাকায় হাসিব খুন হয়েছেন, সেখানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগোনা বেশি। তাই মাদক সংক্রান্ত ব্যাপারেই হাসিব খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।