যশোরে নির্বাচনী সংঘর্ষে আওয়ামী লীগকর্মী গুলিবিদ্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/31/photo-1459401451.jpg)
যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আড়পাড়া ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম হাসান (৩০)। তিনি আওয়ামী লীগকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর দুই ইউপি সদস্য প্রার্থীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই যুবক গুলিবিদ্ধ হন। হাসানের পেটে ও বুকে গুলি লাগে। তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসানের বাড়ি যশোর সদরের শাহাপুর এলাকায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ভোটকেন্দ্রে কোনো সংঘর্ষ হয়নি। তবে কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়ে থাকতে পারে।
সহকারী প্রিসাইডিং অফিসার আটক
সদরের চুড়ামনকাঠি ইউনিয়নে জাল ভোট দিতে সহায়তার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিক অবস্থায় তাঁর নাম জানাতে পারেনি তারা।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে চুড়ামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে। এ ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।