মংলা পোর্ট পৌরসভার মেয়রের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

মংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী। পুরোনো ছবি
মংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে বরখাস্তের আদেশটি একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেন।
গত ২৮ মার্চ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবদুর রউফ মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন জুলফিকার আলী। এই রিটের শুনানি শেষে আজ তাঁর সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।