পলাশে বজ্রপাতে প্রাণ গেল শিশুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/01/photo-1459478091.jpg)
নরসিংদীর পলাশে বজ্রপাতে সৌরভ পাল নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে লাবণ্য নামের অপর এক ছাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ পাল উপজেলার ভাড়াড়িয়া পাড়া এলাকার মিহির পালের ছেলে। এ ছাড়া আহত লাবণ্য রানী পাল একই এলাকার বিপ্লব পালের মেয়ে। তারা দুজন ধলাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, গতকাল দুপুরে স্কুল ছুটির পর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজেই বাড়িতে রওনা হয় সৌরভ-লাবণ্যসহ বেশ কয়জন শিক্ষার্থী। পথে দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরভ পাল ও প্রথম শ্রেণির ছাত্রী লাবণ্যের ওপর বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই সৌরভ পালের মৃত্যু হয়। লাবণ্যকে গুরুতর আহত অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাহমুদা আক্তার আরো জানান, আহত লাবণ্যের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।