মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী-চট্টগ্রামে

চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত দুটি আইনের খসড়ায় এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’ ও ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫’-এর খসড়া প্রস্তাব উত্থাপন করে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, প্রস্তাব দুটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ খসড়ায় কিছু পরিবর্তন ও সংযোজনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
সচিব বলেন, এ দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে তিনটি। এতে করে বাংলাদেশের চিকিৎসাসেবার মান আরো উন্নত হবে।