জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হুইপ শহীদুজ্জামান

হুইপ শহীদুজ্জামান সরকার বলেছেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। প্রতিহিংসার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয়, আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের পাশে থাকবে। কারণ বর্তমান সরকার বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।
নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে আজ শুক্রবার বেলা ১২টার দিকে ধামইরহাট উপজেলার দলীয় কার্যালয়ে হুইপ এসব কথা বলেন।
এ সময় ধামইরহাট ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান হুইপ শহীদুজ্জামান সরকার এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, আওয়ামী লীগ নেতা কারি আবদুল জলিল, অ্যাডভোকেট আইয়ুব হোসেন, শাহজাহান আলীসহ বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।