ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়
ফসলের ব্যাপক ক্ষতি, ১৯ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছ। ছবি : এনটিভি
কালবৈশাখী ঝড়ে ঝালকাঠিতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আজ শনিবার ভোররাতে জেলার চার উপজেলায় এই ঝড় আঘাত হানে।
হঠাৎ ঝড়ে মাঠে থাকা শতশত হেক্টর জমির সূর্যমুখী, ভুট্টা ও উঠতি মুগডালসহ বিভিন্ন ধরনের শস্য ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে নলছিটির চারটি গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক তাঁর ছিড়ে ভোররাত থেকে নলছিটি উপজেলার সর্বত্র ও কাঁঠালিয়ার ১৫টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কালবৈশাখী ঝড়ে সূর্যমুখীর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অধিকাংশ ক্ষেতের ফুল ও গাছ ভেঙে পড়ায় এর ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।