খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
আজ শনিবার সকালে জাবি শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীবের নেতৃত্বে মিছিল বের করে নেতা-কর্মীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় হয়ে ব্যাচেলর কোয়ার্টারের যাত্রী ছাউনিতে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- জাবি শাখা ছাত্রদলের সহসভাপতি মিজানুর রহমান রনি, আশরাফুল আলম সিদ্দিকী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ অন্য নেতাকর্মীরা।
মিছিল পরবর্তী সমাবেশে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এ মামলায়কে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে সমাবেশ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি করা হয়।
অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে এই ঘটনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন ছাত্রদল নেতারা।
এ ছাড়া জাবি ছাত্রদলের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রতাহারের দাবি জানান ছাত্রদল নেতারা। এ সময় সোহেল রানাসহ সব নেতা-কর্মীর বাড়িতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান উপস্থিত নেতা-কর্মীরা।
ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, পুলিশ ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের হামলা-মামলার মুখে ক্যাম্পাসে ছাত্রদল প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছে না। তাই তাঁরা দ্রুত ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করারও দাবি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি।