জমি নিয়ে বিরোধ, পিটুনিতে নিহত এক

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় খানসামা উপজেলার খামারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শফিক আহম্মেদ (৪৮)। তিনি খানসামা বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাবিল উদ্দিনের বড় ছেলে।
খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণকুমার সরকার জানান, জমি-জমা সংক্রান্ত বিবাদের জের ধরে শফিক আহম্মেদের প্রতিপক্ষ শওকতসহ কয়েকজন মিলে গত সন্ধ্যায় তাঁকে পেটায়। একপর্যায়ে মারা যান তিনি। এ সময় আরো তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে শফিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ছাড়া মূল অভিযুক্ত শওকতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে শফিককে পিটিয়ে মারার ঘটনায় এলাকায় ব্যাপক আঙ্কের সৃষ্টি হয়েছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।