কৃমিনাশক ওষুধ খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ

মেহেরপুরের গাংনীতে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাড়াডোব প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসক।
অসুস্থ শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিনা, শিহাব, জীবন, নয়ন, ফিরোজ, সিয়াম ও সাকিব। এদের মধ্যে সাবিনা ও শিহাব গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
গাড়াডোব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিফা নাজমিন জানান, সরকারি নিয়মানুযায়ী প্রতি ছয় মাস পরপর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। আজ সকালে সবাইকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর পঞ্চম শ্রেণির ছয়জন ও তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ অসুস্থ শিক্ষার্থীদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। এদের মধ্যে সাবিনা ও শিহাব নামের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এম কে রেজা জানান, এটি কোনো রোগ নয় বা ওষুধেরও সমস্যা নয়। অনেকে না খেয়ে স্কুলে যায়, আবার অনেকে এমনিতেই দুর্বল ছিল। ফলে ট্যাবলেট খাওয়ানোর পর তারা একটু অস্বস্তি অনুভব করে। এতে অনেকেই নিজেকে অসুস্থ ভাবে। আবার অনেকেই দেখাদেখি অসুস্থ হয়ে পড়ে।