মান্দায় বৈকালিক চিকিৎসাসেবার এক বছর

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা চালুর এক বছর পূর্তি পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার এলাকাবাসীর মাঝে সেবা সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধির জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ইত্যাদি কর্মসূচি পালিত হয়।
দুপুরে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিক।
উদ্যোক্তারা জানান, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের পর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বছরের ২৫ মার্চ বৈকালিক আউটডোর চিকিৎসাসেবা চালু হয়। গত এক বছরে ১৪ হাজার ৩৭৬ জন নারী-পুরুষ ও শিশুকে বৈকালিক আউটডোর সার্ভিস থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে পাঁচ লাখ ৬৩ হাজার ৭৯৭ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন, মান্দা থানা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ-উজ-জামান প্রমুখ।