দৃক গ্যালারির কর্মকর্তার লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যা

ঢাকায় ধানমণ্ডির দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ গতকাল রোববার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে এসে শনাক্ত করেছেন নিহতের বড় ভাই নওশাদুল ইসলাম ও দৃক গ্যালারির মহাব্যবস্থাপক রেজাউর রহমান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান ময়নাতদন্ত শেষে জানিয়েছেন, শ্বাসরোধে ইরফানুলকে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
গত শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি ঝোপ থেকে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। রোববার দুপুরে হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
শনিবার দুপুরে ধানমণ্ডির ৮ নম্বর সড়কের পাশে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা থেকে তিন লক্ষাধিক টাকা তোলার পর থেকে ইরফানুল ইসলাম নিখোঁজ হন বলে জানান সহকর্মীরা। দুপুর ১২টা থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। দৃক গ্যালারির জেনারেল ম্যানেজার রেজাউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে প্রতিনিয়ত অপহরণ, গুম, খুনের ঘটনা ঘটছে। তিনি দ্রুত এই কর্মকর্তার হত্যাকারীদের শনাক্ত করে বিচার দাবি করেন।
গত শনিবার বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরে হলুদ পাঞ্জাবি ও সাদা রঙের প্যান্ট ছিল। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান।