ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীর পদত্যাগ

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করার প্রতিবাদে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
গতকাল রোববার সকালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ১১ জনের সম্মিলিত পদত্যাগপত্র উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক বরাবর জমা দিয়েছেন। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তাঁদের পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করলেও উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম পদত্যাগপত্র পাওয়ার কথা অস্বীকার করেছেন।
হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, সম্প্রতি ৭৩ সদস্যের ইউনিয়ন বিএনপির কমিটির মধ্যে হাটকালুপাড়া ইউনিয়নে সভাপতি-সম্পাদকসহ ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপি। পরে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয় ওই আংশিক কমিটিকে। এদিকে, ইউপি নির্বাচন শুরু হলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নে উপজেলা বিএনপি কার্যক্রম শুরু করে।
লুৎফর রহমান অভিযোগ করে বলেন, ‘হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য সাতজন প্রার্থী থাকলেও তাঁদের কাউকে না জানিয়ে গোপনে উপজেলা বিএনপি দুজনের নাম বাছাই করে। এ ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা ও জেলা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলেও কোনো কাজ হয়নি। শেষে এ ঘটনার প্রতিবাদে গত শনিবার সন্ধ্যায় প্রথমে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ আমজাদ হোসন নিপু ও সদস্য এলতাছ উদ্দিন সরকারসহ ১১ জনের স্বাক্ষরিত পদত্যাগপত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের নিকট জমা দিই।’
এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, তাঁদের পদত্যাগ পদ্ধতিগতভাবে সঠিক হয়নি।
এদিকে, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম পদত্যাগপত্র না পাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘দলীয় নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করা হচ্ছে। তাঁদের অভিযোগ সঠিক নয়।’