বিবেক থাকলে সিইসি পদত্যাগ করতেন : এমাজউদ্দীন আহমদ

লজ্জা ও বিবেক থাকলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার কথা উল্লেখ করে এমাজউদ্দীন বলেন, ‘গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনের সময় যত লোক মৃত্যুবরণ করেছিল তার চেয়ে কোনো অংশে কম লোক ইউপি নির্বাচনী সহিংসতায় মৃত্যুবরণ করেনি। যারা এই সহিংসতা ঘটিয়েছে আজ হোক বা কাল হোক তাদের বিরুদ্ধেও মামলা হবে।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গে এমাজউদ্দীন আহমদ বলেন, ‘শুধু পদত্যাগের মাধ্যমেই গভর্নরের পাপ মোচন হয়নি। আতিউর রহমানের দায়িত্ববোধ থাকলে তিনি সঠিক কথা বলে পদত্যাগ করতেন।’