যশোরে ঝড়ে আহত ১৫, যান চলাচল বন্ধ

যশোরে আজ মঙ্গলবার ঝড়ে নির্মাণাধীন আইটি পার্কের একটি টিনশেড ভেঙে আট শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া যশোর ও আশপাশের এলাকায় ঝড়ে আহত হয়েছেন আরো সাতজন। আহত সবাইকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ ঝড়ে যশোর-বেনাপোল, যশোর-খুলনা, যশোর-সাতক্ষীরা ও যশোর-ঝিনাইদহ সড়কের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ওই সব সড়কে যান চলাচল শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা) বন্ধ ছিল।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুমার কুণ্ডু বলেন, এসব সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে ঝড় শুরু হওয়ার পর থেকেই যশোরের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, যশোরের প্রতিটি উপজেলায় ঝড়ে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করতে সিভিল সার্জনকে বলা হয়েছে। এ ব্যাপারে তদারকি করতে আট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জরুরিভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।