মেহেরপুরে ঝড়ে বাড়িঘর গাছপালার ব্যাপক ক্ষতি

মেহেরপুরের গাংনীতে ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও পড়েছে। আধা ঘণ্টার দমকা ঝড়ো বাতাসে উড়ে যায় তিন শতাধিক ঘরবাড়ির টিনের ছাউনি।
ঝড়ে অন্তত ২০টির বেশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে বলে পল্লী বিদ্যুৎ সূত্র জানিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা জেলা।
জেলায় সন্ধ্যার দিকে শিলাবৃষ্টি শুরু হয়। গাংনী পৌর শহরের কাঁচা বাজারের কয়েকটি দোকানের টিনের ছাউনি ভেঙে পড়ে। ঝড়ে গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় ও গাংনী সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাউনি উড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। সড়কের পাশের সরকারি গাছের পাশাপাশি বসতবাড়ির বড় বড় গাছ উপড়ে গেছে। ভেঙে পড়েছে ডালপালা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে গাছপালা ভেঙে পড়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী থেকে গাড়াডোব ও গাংনী-হাটবোয়ালিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পরে স্থানীয়দের সহায়তায় গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।