দিনাজপুরে পান ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

দিনাজপুরে এক পান ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জেলার বিরামপুর উপজেলার জোতবাণী শালবাগানে এ ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিরামপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোতবাণী ইউনিয়নের চকশুলবান গ্রামের আ. রউফ (৪০) মঙ্গলবার বিকেলে কেটরা বাজারে যান। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে। রউফের মরদেহ শালবাগানের নির্জন স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত রউফ পেশায় একজন পান ব্যবসায়ী।
গতকাল বুধবার স্থানীয়রা বনে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে লাশ দেখে পুলিশে সংবাদ দেয়। বিরামপুর থানার এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রউফের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।