মাদারগঞ্জে তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে এ সংক্রান্ত একটি আদেশের চিঠি এসে পৌঁছায়।
উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী, জোরখালী ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত ৩০ মার্চ বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ মজনু এবং জোরখালী ইউনিয়নের ভোটার ওবায়দুল ইসলাম নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা জানান, চতুর্থ ধাপে এই উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ায় আগামী ৭ মে চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।