ঝিকরগাছায় তিন ইউনিয়নে ১৪৪ ধারা

আওয়ামী লীগের দুই গ্রুপ একই সঙ্গে কর্মসূচি ঘোষণা করায় যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া, পানিসারা ও গদখালী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সে অনুযায়ী আজ শনিবার বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই তিনটি ইউনিয়নে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ।
এ ব্যাপারে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে মাইকিং করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, ওই তিনটি ইউনিয়নে শনিবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু এসব ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতরা শাহীন চাকলাদারকে প্রতিহত করার ঘোষণা দেন। এ অবস্থায় সহিংসতার আশঙ্কায় প্রশাসন ওই তিনটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে রাত ৯টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল জলিল বলেন, ‘তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের পথসভা ছিল। সেখানে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়।’
এদিকে আওয়ামী লীগের কর্মসূচিস্থলগুলোতে ১৪৪ ধারা জারির প্রতিবাদে আজ শনিবার বিকেল ৫টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের নেতারা। স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারের ষড়যন্ত্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে অভিযোগ করে নেতারা সংবাদ সম্মেলন থেকে পুলিশ সুপারের অপসারণ দাবি করেন। সংবাদ সম্মেলনে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চতুর্থ ধাপে আগামী ৭ মে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।