ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

দিনাজপুরের সদর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার দিনাজপুর-রামসাগর সড়কের মাসিমপুর কেবিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৩৮) বীরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকার খোকা মিয়ার ছেলে। তিনি বীরগঞ্জ শহরের ইসলাম পেপার হাউসের মালিক ছিলেন।
এলাকাবাসী জানান, সাইফুল ইসলাম ব্যবসায়িক কাজ শেষ করে রামসাগর এলাকা থেকে মোটরসাইকেলে করে বীরগঞ্জ ফিরছিলেন। পথে দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাসিমপুর কেবিএম কলেজের সামনে একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইফুল ইসলাম রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান।