সুন্দরবনের শ্যালা নদী থেকে পাঁচ জেলে ‘অপহৃত’

মংলার পূর্ব সুন্দরবনের শ্যালা নদী থেকে পাঁচ জেলেকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মুক্তিপণের দাবিতে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা আজ রোববার এই জেলেদের অপহরণ করে।
নৌকার মহাজন ও ফিরে আসা জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রোববার ভোরে চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় বনদস্যু সাগর বাহিনী তাঁদের ওপর হামলা চালায়। জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবি জানিয়ে তারা পাঁচ জেলেকে অপহরণ করে। এ ছাড়া দস্যুরা আশপাশের অন্যান্য মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে জাল, তেল, চাল-ডালসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।
দস্যুদের মারধরে বেশ কয়েকজন জেলে গুরুতর আহত হয়েছেন বলেও জানান ফিরে আসা জেলেরা।
অপহৃত পাঁচ জেলের বাড়ি মংলার চিলা ইউনিয়নের চিলা গ্রামে। এ ছাড়া বনদস্যু সাগর বাহিনীর প্রধান সাগরের বাড়িও একই ইউনিয়নের গাববুনিয়া গ্রামে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এনটিভি অনলাইনকে জানান, পাঁচ জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন ফিরে আসা জেলেদের কাছ থেকে। এ সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।