নরসিংদীতে প্রত্ননাটক উয়ারী বটেশ্বর প্রদর্শন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/10/photo-1460294432.jpg)
নরসিংদীর শিবপুর উপজেলায় টংগীরটেক এলাকায় আড়াই হাজার বছর আগের প্রত্নতত্ত্ব নিদর্শন নিয়ে শনিবার রাতে প্রত্ননাটক ওয়ারী বটেশ্বর প্রদর্শন করা হয়। ছবি : এনটিভি
নরসিংদীর শিবপুর উপজেলায় টংগীরটেক এলাকায় আড়াই হাজার বছরের আগের প্রত্নতত্ত্ব নিদর্শন বিষয় নিয়ে প্রদর্শিত হলো প্রত্ননাটক ওয়ারী বটেশ্বর।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ওই নাটক প্রদর্শন করা হয়।
বাংলাদেশ শিল্পকলার একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ-উল-আলম লেনিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম প্রমুখ।
নাটকটির ভাবনা ও প্রযোজনা করেন লিয়াকত আলী লাকী।