ছয় তলার চেয়ে উঁচু ভবন নির্মাণ করা যাবে হাতিরঝিল এলাকায়

রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল এলাকায় ছয় তলার চেয়ে উঁচু ভবন নির্মাণে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। এখন থেকে ওই এলাকায় ছয় তলার চেয়ে উঁচু ভবন নির্মাণের অনুমোদন চেয়ে কেউ আবেদন করলে রাজউক তা বিবেচনা করবে।
আজ রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে মন্ত্রীর সভাপতিত্বে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) অষ্টম সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আগে হাতিরঝিল এলাকায় ছয়তলার চেয়ে উঁচু ভবন নির্মাণে রাজউক অনুমোদন দিত না। এখন থেকে কেউ আবেদন করলে অনুমোদন দেওয়া হবে। তবে হাতিরঝিলের সৌন্দর্য ক্ষুণ্ণ করে, এমন কোনো ভবনের অনুমোদন দেওয়া হবে না।
ড্যাপের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ড্যাপের সীমানা নিয়ে অনেক সমস্যা ও অভিযোগ রয়েছে। এই সীমানা দেখার জন্য আমরা একটি ফার্ম নিয়োগ দিয়েছি। শিগগিরই এ ফার্ম রিপোর্ট দেবে। এ রিপোর্ট হাতে পেলেই আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’
সভায় আরো উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।