নরসিংদীতে ‘ইয়াবাসহ’ একজন গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/10/photo-1460297307.jpg)
নরসিংদীতে এক হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার দুপুরে নরসিংদী শহরের রাঙামাটি ২ নম্বর পানির ট্যাঙ্কির নিচ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মনির হোসেন ওরফে মলি (৪৫)। তাঁর বাড়ি রাঙামাটি এলাকায়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার জানান, আজ রোববার দুপুরে নরসিংদী শহরের রাঙামাটি ২ নম্বর পানির ট্যাঙ্কির নিচ থেকে এক হাজার ইয়াবাসহ মনিরকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।