ছাত্রী অপহরণের তিনদিন পর মামলা নিল পুলিশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/10/photo-1460298084.jpg)
নরসিংদীর শিবপুর উপজেলায় বাড়ি থেকে এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্কুলছাত্রীর বাবা। অবশেষে অপহরণের তিনদিন পর সাংবাদিকদের চাপে মামলা নিয়েছে পুলিশ।
আজ রোববার এ মামলা হয়ে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন। তিনি দাবি করেন, তদন্ত করে মামলা নিতে দেরি হয়েছে। এখন পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।
স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। একই এলাকার রমজান আলী (২২) স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় সে উত্ত্যক্ত করত।
রমজান আলী গত ৭ এপ্রিল রাত ৯টায় ৩-৪ জন সহযোগীকে নিয়ে বসত ঘর থেকে স্কুলছাত্রীকে টেনে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
স্কুলছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর পরই শিবপুর মডেল থানা পুলিশকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। নিরুপায় হয়ে আমি সাংবাদিকদের কাছে যাই।’
অবশেষে সাংবাদিকদের চাপে তিনদিন পর পুলিশ এ ঘটনায় মামলা নেয়।